ভোলা: মহামারি করোনার রোধে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে চতুর্থ দিনে বিধি-নিষেধ না মানায় ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলাটিতে গত ১০ দিনে ৫২৪ জনের জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ছয় উপজেলায় অভিযানে এ জরিমানা আদায় করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার চতুর্থ দিনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদরসহ ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিনা করা হয়। অভিযানে সরকারি বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ২৮ জনকে ১৬ হাজার ৬০০, দৌলতখানে চার জনকে চার হাজার ৫০০ বোরহানউদ্দিনে ১৮ জনকে ১৬ হাজার ৬০০, তজুমদ্দিনে ১০ জনকে চার হাজার ৬০০, মনপুরায় চার জনকে তিন হাজার ও চরফ্যাশন উপজেলায় ৪৩ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।