লালমোহন প্রতিনিধি:
লালমোহন চরভূতা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরভূতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার খাতা কাটাগো বাড়ির মফিজল ইসলামের ছেলে মনিরের বসত ঘরে মঙ্গলবার দিবাগত ভোর রাতে পূর্ব শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দেয় একই বাড়ির প্রতিপক্ষ গ্রুপ। আগুনে ওই ঘরে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সেহরীর সময় মনিরের চাচী ইয়ানুর বেগম বাহিরে গেলে আগুন দেখে ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকার শুনে ঘরের লোকজন বাহিরে এলে একই বাড়ির হারিস আহমেদ,ফরিদ,কবির,সালাউদ্দিন, সেলিম,জাহাঙ্গীর গংরা দৌড়ে পালিয়ে যায়। জানা যায়, হারিস আহমেদ গংরা দীর্ঘ দিন যাবত একই বাড়ির মনির গংদের ২৪ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি জমি দখলের নেশায় বিভিন্ন সময়ে জামাল গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে হারিছ গংরা। এ ঘটনায় প্রতিপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা উল্টো হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।