এসময় তিনি বলেন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা আগের তুলনায় বর্তমান সরকারের আমলে স্বাধীন ভাবে কাজ করছে। কেউ কোন হস্তক্ষেপ করছে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের কর্মীদের উন্নয়নে আওয়ামীলীগ সরকার বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখহাসিনা বিভিন্ন প্রনোদনা দিয়েছেন। এমপি শাওন আরও বলেন সাংবাদিকদেরকে তাদের নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করার অনুরুধ জানান তিনি।
সংবাদের সত্য মিথ্যা যাচাই করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যসহ নিউজ করারও অনুরুধ জানান তিনি । ইদানিং কালে হলুদ সাংবাদিকতা বেড়ে চলছে । হলুদ সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকদের পরিহার করতে হবে। এখন অনেক ফেইজবুক সাংবাদিক দেখা যাচ্ছে। সত্য মিথ্যা যাচাই বাঁচাই না করে ফেইজবুক শেয়ার করছেন। এই সমস্ত কারনে অনেক অপ্রিতিকর ঘটনা ঘটছে। যাহা মোটেও কাম্য নয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সাত্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম জনির সঞ্চালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বি, মিজানুর রহমান লিপু, শাহিন কুতুব, মাহাবুব আলম, শাহীন আলম মাকছুদ প্রমূখ।