ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়াইব আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদ উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ।
আয়োজকরা জানান, উপজেলার নয় ইউনিয়ন থেকে নয়টি এবং পৌরসভার একটিসহ মোট দশটি টিম টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশ সাঁচড়া একাদশের মুখোমুখি হয়। পৌরসভা একাদশ সাঁচড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে।