বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গৌরনদীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন অনুষ্ঠান

গৌরনদীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন অনুষ্ঠান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে ধারন করে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় গৌরনদী উপজেলা ভূমি অফিসের অয়োজনে ভূমি অফিস চত্বরে “সেবা ক্যাম্প” নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে ধারন করে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন করা হয়। অনুষ্ঠানের মূল শ্লোগানের পাশাপাশি অনুষ্ঠানের অপর একটি শ্লোগান ছিল “অনলাইনে খাজনা দিব, ঘরে বসেই দাখিলা পাব।”
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, অনন্দ টিভির বরিশাল ব্যুরো চীফ কাজী আল আমীন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদেরকে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিষ্ট্রেশন সম্পর্কে উদ্বুদ্ধকরন করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স প্রজেক্টরের মাধ্যমে দুটি ডিজিটাল তথ্যচিত্র প্রদর্শন করেন। স্থানীয় ভূমি মালিক, গনমাধ্যম কর্মী, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ শাতাধিক লোক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech