লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাঁচশত অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখাসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরে জাতির পিতার স্মরণে ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।।