বরিশাল প্রতিনিধি:
‘বর্ণবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক’ এই শ্লোগানকে সাথে নিয়ে বরিশালে দলিত সম্প্রদায় ১০ দফা দাবীতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ দলিত পরিষদ বিভাগীয় ও জেলা শাখার ব্যানারে দলিত পরিষদের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বৈষম্য বিলোপ আইন ২০১৫ দ্রুত পাশ ও বাস্তবায়ন, বরিশালে বসবাসরত দলিত ভূমিহীনদের খাস জমি স্থায়ী বরাদ্ধ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে তাদের জন্য কোটা সংরক্ষন সহ ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।