বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩ মাদক ব্যাবসায়ী

ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩ মাদক ব্যাবসায়ী

বরিশাল প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর  নগর গোয়েন্দা শাখা (ডিবি) বিএমপির  দুটি টিম নগরীর বিভিন্ন স্থানে  পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে  কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউপির ০৭ নং ওয়ার্ডস্থ তালতলী বাজার সংলগ্ন শহীদ আব্দুল রহমান খান স্মৃতি পাঠাগারের সামনে পাকা থেকে
বিএমপি কাউনিয়া থানাধীন ০৩ নং চরবাড়ীয়া ইউপি’র তালতলী বাজার মসজিদ রোডস্থ  মোঃ আব্দুল হাকিম হাওলাদার এর ছেলে আজিজুল হাকিম হাওলাদার (২৪) ও একই এলাকার  মৃত আবুল রাজার ছেলে  সুজন রাজা হাওলাদার (২৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের পৃথক আরেকটি অভিযানে  রাত ৮টায়  থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী, হিরনপয়েন্ট  এলাকায় অভিযান পরিচালনা করে  বাকেরগঞ্জ থানার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের  মোঃ হাতেম শরীফ এর ছেলে মোঃশামীম শরীফ( ৪৫) কে ১০০ একশত পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।

এসময়ে মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্ত আসামিদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech