বরিশাল প্রতিনিধি:
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি বাংরাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব, শায়খে চরমোনাইর সফর সঙ্গী ছেলেন। সোমবার গভীর রাতে ঢাকায় নোয়র পথে এ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার তিনি বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রক্তের প্লাটিলেট ২০ হাজারে নেমে পড়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকার আল কারীম হাসপাতালে পৌছার পূর্বেই এ্যাম্বুলেন্সে তিনি জিকির করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।