মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২১ উপলক্ষে (বুধবার) ১৫ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষদিন সভাপতি/সম্পাদকসহ মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২১ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেণ সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম ও মোঃ আবুল কালাম, সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক পদে এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনিরুল মোর্শেদ রবিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ স্বপন হাওলাদার ও মোঃ শামীম খান, কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান ফরিদ, নির্বাহী সদস্য পদে জাহিদুল বারী খোকন ও নুর মোহাম্মদ জুয়েল। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যকরী পরিষদ নির্বাচন ২০২১-২২ উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র ১৬ই সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১৭ই সেপ্টেম্বর প্রত্যাহার এবং ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।