এসময় ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার ইউনিসেফ বরিশাল বিভাগ সনজিত কুমার দাস, ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা সংগঠনের সভাপতি সম্পাদকের সাথে ৩ মাসের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং আহার। এই ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল নগরীর পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। কোভিড-১৯ মোকাবেলায় জনসম্পৃক্ততা ও সচেতনতা তৈরী করার লক্ষ্যে স্থানীয় ইউনিসেফ-বরিশাল এর আর্থিক সহায়তায় যুব স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এ কাজে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসন বরিশাল তাদের সাথে নিয়ে কাজ করবে।
যুব স্বেচ্ছাসেবী সংগঠন প্রধানত কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন, ক্যাম্পেইন, এলাকায়মিটিং, ডায়লগ, মাইকিং ও কাউন্সিলিং এর মাধ্যমে জন সচেতনতা তৈরী করবে। যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, সরকারী অন্যান্য বিভাগ ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ বাস্তবায়ন করবে। তারা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মিটিং, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশগ্রহণ করবে। জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল থেকে “নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের কাজগুলো বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়নের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়। জেলা প্রশাসন, বরিশাল ও যুব স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে এই কার্যপরিধি তৈরী করা হয়।