‘মাছ চাষে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ শ্লোগান নিয়ে বরিশালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১১টার জেলা প্রশাসন ও মৎস্য দপ্তর বরিশাল সদর উপজেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন কালেক্টরেট পুকুরসহ বেশ কয়েকটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি-বর্ষা প্লাবিত ধানক্ষেত-প্লাবন, ভূমি-প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন কালেক্টরেট পুকুরে ১৪০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আরডিসি নুসরাত জাহান, এনডিসি মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত প্রমুখ। দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে জেলা প্রশাসকের পক্ষে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।