বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা:
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের একটি বাঁশের সাঁকো থেকে পড়ে খুুঁটির সাথে আঘাত লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হাওলাদার (২৫)। তিনি ঐ এলাকার সৌদি প্রবাসী রাজ্জাক হাওলাদারের ছেলে।
রাজ্জাক হাওলাদার জানান, তার ছেলের একটি পিকাপের বিরুদ্ধে বরিশালে মামলা দেয় ট্রাফিক পুলিশ। ঐ মামলার জরিমানা দিতে আরিফ গতকাল সকালে নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাড়ির সামনে বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পা ফসকে খালে পড়ে তলিয়ে যায় আরিফ। ছোট ছেলে শান্ত বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী খালে নেমে তল্লাশী চালায়। বেশ কিছুক্ষন পর প্রায় ৪০০ গজ দূরে খাল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, সাঁকো থেকে পড়ে খুঁটির সাথে মুখমন্ডলে আঘাত পেয়ে রক্ত²রণ হয় আরিফলে। ঐ সময় নিস্তেজ হয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খাল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।