বরিশাল প্রতিনিধি:
ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান সহ ৪ দফা দাবীতে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচী সফল করতে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সমানে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নে উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রলায়ে সড়ক পরিবহণ টাস্কফোর্স এর সভায় সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধে নেওয়া সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। তাই তা বাতিল করে অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ণের মাধ্যমে ব্যাটারি চালিত সকল যানবাহনের লাইসেন্স প্রদান করতে হবে। এই দাবী আদায়ে আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।