নিজস্ব প্রতিবেদক:
রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম ফয়সাল গাজী(২৩)। গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের চান্দু গাজীর ছেলে সে। পেশায় ফয়সাল গাজী একজন ইলেক্ট্রিক ম্যান ছিলেন। জানা গেছে, আজ সোমবার সাড়ে বারোটায় গৌরনদী মেদাকুল গ্রামে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় ফয়সাল গুরুতর আহত হয়। এসময় ফয়সালকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলই পৌনে পাচটার দিকে ফয়সাল মারা যায়। এদিকে শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার হাফেজ মোঃ আবুল কালাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সাল গাজীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।