প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বরিশাল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
পরিষদের মহানগর সভাপতি একে আজাদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগরীর গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিষ্ট্রার মুক্তিযোদ্ধা প্রফেসর একেএম এনায়েত হোসেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এ সময় তিনি দল ও দেশ পরিচালনায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।