গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান শনিবার গৌরনদীর ভূরঘাটায় “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষপট ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করনীয়” শীর্ষক মতবিনিময় সভা মিলিত হন। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নব্য স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময়ে নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে এলাকা ছাড়া করেছে। বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে সকল মতভেদ ও বিভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করে গন মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে। খুব শীর্ঘ্রই নতুন করে আন্দোলন সংগ্রামে মাঠে নামার ঘোষনা দেন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গৌরনদী পৌর বিএনপির সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর সভঅর সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর মোল্লা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলম, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ ফারুক সিকদার, বরিশাল উত্তর যুবদলের যুগ্ম আ্হবায়ক রাশেদুল ইসলাম টিটন, আগৈলঝাড়া উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ হারুন মৃধা, গৌরনদী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, গৌরনদী পৌর ছাত্রদলের সদস্য সচিব মশিউর রহমান।