‘পুঁজিবাজারে আইসিবি’র যাত্রা, অর্থনীতির নতুন মাত্রা; মুজিব বর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি’ শ্লোগান নিয়ে বরিশালে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পুঁজিবাজারে রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সংস্থার বরিশাল অফিসের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর হেমায়েত উদ্দিন রোডে আইসিবি কার্যলয়ে গ্রাহকদের উপস্থিতি ও তাদের ফুলের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বরিশাল শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. মাহমুদুল হক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল, সিনিয়র অফিসার সাইফ মো. জাহিদুল ইসলাম, রিসিপশনিস্ট মৃনাল কান্তি মন্ডল, সুপারভাইজার মো. মাইনুল হাসান ও ইলিয়াছ হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।