বরিশাল প্রতিনিধি:
২২ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
শনিবার,২ অক্টোবর রাত ৮ টার দিকে নগরীর কাউনিয়া বাশেঁর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে মনির মল্লিক নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়।
স্থানীয় ভাবে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই জাহিদ এসআই সাইফুল কাউনিয়া বাশেঁরহাটখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মনির মল্লিককে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। আটককৃত মনির মল্লিক এয়ারপোর্ট থানাধীন নতুল্লাবাদ ফিশারী রোডের বাসিন্দা নুর মোহাম্মদ মল্লিকের ছেলে। এ ঘটনায় আটককৃত মনির মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন এসআই সাইফুল।