গৌরনদী প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার গৌরনদী কারিতাস হলরুমে “দপ্তরি কাম প্রহরী বর্তমান পরিস্থিতি ও আপিল মোকাবেলা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
কাজী আবুল কালামের সভাপতিত্বে গৌরনদী আগৈলঝাড়া উপজেলার দপ্তরি কাম প্রহরীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান । বক্তব্য রাখেন মো: জসিম, মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মোঃ পারভেজ, কল্লোল বৈদ্য, মোনায়েম তালুকদার, মোঃ সুমন, মোঃ আলমাস প্রমূখ। আলোচনা সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তর করার লক্ষ্যে মহামান্য উচ্চ আদালতে দায়ের কৃত রিট পিটিশনের রায় বাস্তবায়ন করার দাবি জানান এবং অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বক্তব্য অনুযায়ী দপ্তরী কাম প্রহরীদের স্কুল টাইম ডিউটির পরিপত্র জারির দাবি জানান।