শামীম আহমেদ ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায়
আজ বুধবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ বরিশালের ৩৬ জন সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম), জেলা তথ্য অফিস’র পরিচালক জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সভাপতি স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ৩৬ জন সংবাদকর্মীদের হাতে ১০ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অথিতিরা।