বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল জেনারেল হাসপাতাল থেকে জনগন যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা করবো -পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল জেনারেল হাসপাতাল থেকে জনগন যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা করবো -পানি সম্পদ প্রতিমন্ত্রী

শামীম আহমেদ ॥
পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক বলেছেন, জেনারেল হাসপাতালের ম্যানেজমেন্ট নিয়ে বরিশাল বাসীর সন্দেহ রয়েছে। এটা ঠিক ভাবে চলছে না, পরিস্কার পরিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তারের কমতি আছে। রোগীদের ঠিকমত চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রতি সপ্তাহে মিটিং হওয়া দরকার, আমি চেষ্টা করবো এই হাসপাতাল যেন মানসম্মত হাসপাতাল হয়, এই হাসপাতাল থেকে যাতে জনগন উপকৃত হয় এবং জনগন যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা করবো।

আজ (৭ই) অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, বরিশাল জেনারেল হাসপাতাল একদমই নেগলেটেড হয়ে গেছে। এখানে যে চিকিৎসকবৃন্দ রয়েছে তাদের হয়তো পুরোনো বিল্ডিং এর উপর মায়া না থাকায় জেনারেল হাসপাতালের এই অবস্থা। সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন হায়দার, সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের আরএমও মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতাল ব্যবস্থা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech