শামীম আহমেদ ॥
বরিশালে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
প্রাণঘাতী করোনা ভাইরাস কিছুটা সাভাবিক হলেও এখনো তার ভয়াবহতা রয়েছে বিশ্বজুড়ে। করোনা ভাইরাসের প্রভাবে সবকিছু স্থবির হয়ে পরে। তা থেকে রেহাই পাইনি সংস্কৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মনের খোরাক তৈরিকরে তাই দীর্ঘদিন পরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে বরিশাল জেলার সাংস্কৃতিক সংগঠনকে আবার মঞ্চে ফিরিয়ে আনার লক্ষে (৭ই) অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ।
এসময় তিনি স্বাস্থ্য বিধি অনুসরন করে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের প্রথম দিনের জেলা লোক উৎস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সংস্কৃতি জন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বরিশালের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রথম দিনের অনুষ্ঠান মালায় ছিলো আলোচনা ও কবিগান রয়ানি পরিবেশনা। শুরুতে মুরাদুজ্জামান খানের পরিচালনায় উদ্বোধনী নিত্য পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কবিগান রয়ানি পরিবেশনা করা হয়। আজ দ্বিতীয় দিন শুক্রবার পরিবেশনায় রয়েছে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি আলোচনা সভা ও বাউলগান পরিবেশন। ৯ অক্টোবর রয়েছে টেনজিবল ইনটেজিবল কালচারাল হেরিটেজ আলোচনা সভা ও জারীগান পরিবেশনা।