নিজস্ব প্রতিবেদক:
বরিশালের নাট্যজন, সাংবাদিক মিন্টু বসু স্মরণে শুক্রবার গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠক খেয়ালী গ্রুপ থিয়েটার এর আয়োজনে থিয়েটার মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ে উপার্চায প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন। পরে মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুলকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। খেয়ালীর সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু’র সভাপতিত্বে ও খেয়ালীর সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী’র সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি জন সৈয়দ দুলাল, সংস্কৃতিজন কাজল ঘোষ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সাবেক সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, প্রফেসর বিমল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব মিন্টু বসুর জীবনি নিয়ে আলোচনা করা হয়।