শামীম আহমেদ ॥
বরিশালের শেখ হাসিনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, ‘রক্তদান নিয়ে আমাদের অনেকের মাঝে বিভ্রান্তি আছে। একজন সুস্থ ব্যক্তি রক্ত দিলে তার শরীরের কোনো ক্ষতি হয় না। বরং তার রক্তে আরেকজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। স্বেচ্ছায় রক্ত দিতে একটি সুন্দর মন প্রয়োজন বলে মনে করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহযোগীতায় শতাধিক সেনা সদস্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। পরে রক্তদাতাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় সেনানিবাসের অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।