বরিশাল:
‘বৈষম্যপূর্ন বিশ্বে মানসিক স্বাস্থ্য’ শ্লোগান নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিকেএসপি’র প্রধান কোচ মো. সালাম রহমান, বিকেএসপি’র কারাতে কোচ আরিফুল ইসলাম, লোকমান হাওলাদার ও হেদায়েতুজ্জামান চঞ্চল সহ অন্যান্যরা।
মানববন্ধন থেকে মানসিক সমস্যাগ্রস্থ মানুষের উপযুক্ত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়। এর আগে আয়োজকদের একটি র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।