বরিশাল:
বরিশালে গত ৭ দিনে মা ইলিশ রক্ষা অভিযানে ১০৮ জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ সহ প্রায় ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। সব শেষ গত শনিবার বরিশালের বিভিন্ন নদ-নদী থেকে ১১ জন জেলেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল রবিবার জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে গতকাল ১০ অক্টোবর সকাল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগের সহায়তায় মোট ৭০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন। এ সময় আটক ১০৮ জন জেলের মধ্যে ৯০ জনকে ১৫ দিন থেকে সর্বোচ্চ কারাদন্ড এবং ১৮ জনকে ৮৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে জব্দ হওয়া ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরন এবং প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
গতকাল রবিবার সকালে বরিশাল সদর উপজেলায় ৭জন আটক করে নৌ পুলিশ। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন নৌ পুলিশ কর্মকর্তারা। মা ইলিশ রক্ষায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।