বরিশাল সংবাদদাতা ॥
মাত্র ৫ টাকার ভাড়া নিয়ে বরিশাল নগরে এক সিএনজি চালককে মারধর করার পাওয়াগেছে। আহত ওই সিএনজি চালকের নাম মোঃ রিয়াজ (৩০)। সে বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা ও আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
রোববার বেলা ১২টার দিকে নগরের সদর রোডস্থ বিবি পুকুর পার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সিএনজি চালক মোঃ রিয়াজ জানান, তিনি নগরের নথুল্লাবাদ এলাকা থেকে সিএনজি নিয়ে সদর রোডে আসার পথে হাসপাতাল রোড এলাকা থেকে দুই যাত্রী তার সিএনজিতে উঠে। পরে তারা বিবি পুকুর পার এলাকায় নেমে দুইজন ১০ টাকা ভাড়া দেয়। এসময় রিয়াজ ভাড়া জন প্রতি ১০ টাকা মোট ২০ টাকা দাবি করলে যাত্রী ইমন হাওলাদার ও তার সাথে থাকা অপর আর একজন মিলে সদর রোডে রোগীর দালালদের ডেকে এনে বেধম মারধর করে। পরে সদররোডে থাকা অন্য সিএনজি চালকরা তাকে উদ্ধার করে। চালক রিয়াজ হাওলাদার আরো জানায়, হামলাকারী ইমনসহ আরো ৭-৮জন মিলে তাকে মারধর করেছে। এঘটনায় সদর রোডে উত্তেজনা ছড়িয়ে পড়লে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সিএনজি চালকদের লাইনম্যান শামীম জানান, বর্তমানে সবকিছুর দাম বেশি থাকায় আমরা আমাদের শ্রমিক সংগঠন থেকে ভাড়া কিছুটা বাড়িয়েছি। কারন এখন রাস্তায় একটি গাড়ি চালাতে আগের চেয়ে খরচ দ্বিগুন হয়। আর ভাড়া ১০ টাকা চাওয়ায় যাত্রী হয়ে একজন সিএনজি চালককে এভাবে মারধর করবে এটা কি করে হয়। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি দোষিকে আটক করা না হয় তবে আমরা সিএনজি চলাচল বন্ধ করে আন্দোলন করবো।
ঘটনাস্থলে উপস্থিত হামলাকারী ইমন হাওলাদারের স্ত্রী উর্মি পুলিশকে জানায় চালকের উপর কেউ হামলা করেনি।
ইমন হাওলাদার বরিশাল নগরের কাউনিয়া ক্লাব্ রোড এলাকার বাসিন্দা বলে জানাগেছে।