শামীম আহমেদ ॥ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫০ জনকে ৩০ লাখ টাকার সহায়তার জন্য অনুদানের চেক দেয়ার সিদ্ধান্ত হয়। আজ (১১ই) অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ টায় নগর ভবন চত্বরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন।
সহায়তা হিসেবে ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চেক দেয়া হচ্ছে। আজ ১৩৭ জনের মধ্যে ১৯ লাখ ৪৬ হাজার টাকা দেয়া হচ্ছে। অন্যদের সামনে দেয়া হবে।
এনিয়ে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই অনুদানের চেক তিনি দিচ্ছেন। যারা সহায়তার জন্য সিটি কর্পোরেশনে দরখাস্ত করেছিলেন তাদের আজ এই চেক দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এমন অনুদান দেয়া হবে বলেও জানান তিনি।