শামীম আহমেদ, ॥
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু এদেশটাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য সাড়া জীবন সংগ্রাম করে বাঙ্গালী জাতীকে স্বাধীনতা এনে দিয়ে গেছে।
এদেশের কতিপয় কু-চক্রি মহলের ষড়যন্ত্রের স্বিকার হয়ে স্ব-পরিবারে জীবন দেয়ার কারনে তার স্বপ্ন পুরন করে যেতে পারেন নাই। তার সেই স্বপ্ন আজ পুরন করে যাচ্ছে তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী।
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল একটি পুরান সংগঠন শক্তি। আমরা এই শক্তিশালী সংগঠনকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃতে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবার অঙ্গিকার করেন।
আজ মঙ্গলবার (১২ই) অক্টোবর সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্বক উদ্ধোধনী সমাবেশে বেলুন-ফেস্টুন অবমুক্ত ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।
বরিশাল জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে ও বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বাষিকী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লেিগর সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড,একে এম জাহাঙ্গির হোসাইন,সহ-সভাপতি এ্যাড, আফজাল হোসেন, প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন,মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাশ,হাসান জাহিদ বাবু, জাহিদুর রহমান মনির মোল্লা, জিয়াউর রহমান, কাউসার হোসেন শিপন, ছাত্রলীগের সাধার সম্পাদক আঃ রাজ্জাক, রইস আহমেদ মান্ন সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড শ্রমীক লীগ নেতৃবৃন্দ।
এর পূর্বে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা বণ্যাঢ্য র্যালি নিয়ে সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে জড়ো হয়।
শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ময়ের কর্তৃক উদ্ধোধনীর পরপরই এক বিশাল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করে।