ভোলা জেলা শহরের ফুটপাত এবং সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন।
স্থানীয়রা জানায় জেলা শহরের নতুন বাজার, সদর রোডসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাছাড়া বিভিন্ন মার্কেটের দোকানিরাও তাদের অনেক মালামাল ফুটপাতের উপর রাখে। এতে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া অনেক সময় শহরে যানজট লেগে যায়।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনগণের নিরাপদ চলাচলের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এটা ধারাবাহিক চলমান একটি কার্যক্রম।
এদিকে, পৌরকর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে। পাশাপাশি নতুন বাজারের কবি মোজাম্মেল হক টাউন হলের সামনের খোলা চত্বরটিকেও উচ্ছেদ অভিযানের আওতায় এনে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানানো হয়।