বরিশাল:
বরিশাল সহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রেও গতকাল রবিবার সুষ্ঠু-সুন্দর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১ ঘন্টা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এবার ‘ক’ ইউনিটে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বরিশাল কেন্দ্রে পরীক্ষা দিয়েও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আশা করেন তারা। এতে তাদের সময় এবং অর্থ দুটোই শাস্রয় হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এই ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশের ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। গুচ্ছ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা সুষ্ঠু করতে সকল ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।
শিক্ষার্থীদের এই দাবীর প্রতি সমর্থন দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। প্রথমবারের মতো সুষ্ঠু-সুন্দর পরিবেশে ‘গুচ্ছ’ পদ্ধতিতে পরীক্ষা গ্রহন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ১ হাজার ৪শ’ ৪০টি।