বরিশাল:
রাস্ট্র ধর্ম ইসলাম নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জে তথ্য প্রতিমন্ত্রীর ব্যঙ্গাত্মক কার্টুন একে প্রতিবাদ জানিয়েছেন চিত্রশিল্পিরা। স্থানীয় তুলি শিল্পী সংঘ এই ব্যাঙ্গাত্মক চিত্র আঁকা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার পাতারহাট বন্দরে দেয়ালে সাটানো আর্ট পেপারের মুরাদ হাসানের কার্টুন একে লাল ক্রস দিয়ে প্রতিবাদ জানান স্থানীয় আটজন আঁকিয়ে। তারা নীল রং দিয়ে কার্টুন আঁকেন। আঁকিয়েদের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের গল্প লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন, আমির খান, মো. বেলাল, মো. মাহমুদ, মো. রিয়াজ, মো. জুয়েল, মোহাম্মদ তারেক ও মো. নয়ন।
তারা জানান, ইসলাম নিয়ে উস্কানীমূলক বক্তব্য দেয়ায় তথ্য প্রতিমন্ত্রীর ছবি আরেক তারা। শান্তির প্রতীক নীল রং দিয়ে ছবি আঁকেন তারা। দেশে শান্তি চান তারা। তথ্য প্রতিমন্ত্রীর ছবি একে ক্রস চিহ্ন দেন তারা। আঁকিয়েদের কার্টুন আঁকা দেখতে ভীড় করে স্থানীয়রা।