শামীম আহমেদ ॥ বরিশালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বরিশালে আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আজ সোমবার (১৮ই) অক্টোবর সকাল ৯টায় নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর,বিসিসি প্যানেল মেয়র এ্যড রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংঘঠনের সদস্যরা প্রর্যায়েক্রমে শ্রদ্ধা নিবেদন করে
শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।