বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ব‌রিশালে কোস্ট গার্ডের উপর জেলেদের হামলা, নিখোঁজ ১

ব‌রিশালে কোস্ট গার্ডের উপর জেলেদের হামলা, নিখোঁজ ১

ব‌রিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষায় গভীর রাতে বের হওয়া কোস্ট গার্ডের অভিযানের  ট্রলারে হামলা করার খবর পাওয়া গেছে  জেলেদের  বিরু‌দ্ধে। এ ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছে পারভেজ নামের কোস্ট গার্ডের একজন সদস্য।
মঙ্গলবার রাত ৩টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরিরা চেষ্টা চলাচ্ছে।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্ট গার্ড এই বিষ‌য়ে এখ‌নো কিছু জানায়‌নি গণমাধ‌্যম‌কে।
দায়িত্বশীল এক‌টি সূত্র জানিয়েছে, ‘প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যায় কোস্ট গার্ডের একটি টিম। গভীর রাতে হিজলা গৌরবদী’র চরকিল্লা এলাকায় একদল জেলে’র ইলিশ শিকারের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তারা। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই জেলেরা কোস্ট গার্ডের ট্রলারে হামলা করে। এসময় হামলার শিকার কোস্ট গার্ডের দুজন সদস্য মেঘনা নদীতে পড়ে যায়। এদের মধ্যে একজন উদ্ধার হলেও পারভেজ নামের একজন সদস্য নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ডের ডুবুরিরা।
এ বিষয়ে কোস্ট গার্ডের হিজলা জোনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে যারা রয়েছে এ বিষয়ে তারা কেউ বক্তব্য দিতে রাজি হননি।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, ‘কোস্ট গার্ডের ওপর হামলা এবং একজন নিখোঁজ থাকার ঘটনা সত্যি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কিছু বলছে না। তবে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে।
হিজলা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র ক‌বিরাজ ব‌লেন, কোস্ট গা‌র্ডের অ‌ভিযা‌নে ঝা‌মেলার কথা শু‌নে‌ছি। তা‌দের একজন সদস‌্য নি‌খোজ রয়েছে, উদ্ধার অ‌ভিযান চলছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech