বরিশাল:
জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ আর শোভাযাত্রা করা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িক হামলা আর তথ্য প্রতিমন্ত্রীর প্রয়াত এইচ এম এরশাদ সম্পর্কে কটুক্তির প্রতিবাদও করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সাহেবের গোরস্থান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এই কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা সদর রোডে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা অংশ নেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস বলেন, আমাদের দলের স্রষ্টা পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্নাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং একই সাথে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ ইসলাম বিরোধী বক্তব্যেরও প্রতিবাদ জানাই। শোভাযাত্রায় জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম হাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।