শামীম আহমেদ ॥
বরিশালে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে এক বণ্যাঢ্য র্যালি ও পথ সভা করেছে বরিশাল শহরের রোটারি ক্লাবের পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয়।
আজ রবিবার (২৪ই) অক্টোবর সকাল নয়টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র্যালি বেড় করে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ করেন।
এসময় বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বক্তব্য রাখেন রোটারিয়ান হান্নান মল্লিক, সদস্য বাংলাদেশ জাতীয় পোলিও প্লাস কমিটি, ইভেন চেয়ার রোটাঃ জুয়েল শাহ্ কবির শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডিপুটি ডিস্টিক ট্রেইনার রোটাঃ মাহতাব উদ্দিন আল মাহমুদ, রোটাঃ,লেঃ, গর্ভনর শফিকুল ইসলাম, রোটাঃ,কাজী মিরাজ মাহমুদ,রোটাঃ রিয়াজুল ইসলাম রবিন,রোটা,ইসমাইল হোসেন বাবুল,রোটাঃ,হালিম ভূইয়া,রোটাঃ, পবিত্র কুমার দাস, রোটাঃ, বিশ্বজিৎ ঘোষ,রোটাঃ, ইঞ্জিনিয়ার আবুল বাসার, সহ শহরের সাতটি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারী, সহ বিভিন্ন সম্মানিত রোটারিয়ান সদস্য বৃন্দ। এর পূর্বে র্যালির উদ্ধোধন করেন রোটারিয়ান হান্নান মল্লিক।