‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ সকালে ভোলা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম খান। এছাড়া যথাযথ মর্যাদায় লালমোহনসহ অন্যান্য উপজেলায়ও দিবসটি পালন করা হয়।