লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খরিপ-২/২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এদিন ৩৮৯০ জন কৃষকের হাতে রাসায়নিক সার ও বীজ তুলে দেয়া হয়। উপজেলার প্রায় ৫২০ হেক্টর জমিতে আবাদের লক্ষে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, মূগ, খেসারীর বীজ বিতরণ করা হয়। পরে ১০ জন কৃষকের হাতে কম্বাইন হারভেষ্টারের চাবি তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।