০৫ ডিসেম্বর ২০২১ইং তারিখ রোজ রবিবার আভাস ও কোয়ালিশ মেম্বারদের আয়োজনে ইউএনডিপি সহযোগিতায় বরিশাল আভাস প্রশিক্ষণ কক্ষে কোভিড-১৯ এ জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সিএসওগুলির সক্ষমতা বৃদ্ধি প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রশান্ত কুমার দাস। সভায় সভাপতিত্ত করেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল কাদের এবং আভাস এর কার্যনির্বাহী পরিষদ সভাপতি জনাব হাসিন আরা বেগম। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার এইড সংস্থার নির্বাহী পরিচালক জনাব প্রেমানন্দ ঘরামী, আগৈলঝাড়া উপজেলার এম.ইউ.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মনিরা আক্তার, বানাড়ীপাড়া উপজেলার এফ.ই.এইচ.ডি.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব এস.মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলার এস.এম.ইউ.এস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মিসেস শিউলি আক্তার, হিজলা উপজেলার ওএসইএ সংস্থার নির্বাহী প্রধান জনাব রিপন কান্তি দাস এবং বরিশাল ইয়থনেট ক্লাইমেট জাস্টিস সমন্বয়কারী জনাব সোহানুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইয়ুথ লিডার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফর্ম সদস্য বৃন্দ এবং আভাস প্রোগ্রাম ডাইরেক্টর জনাব এসএম সিরাজুল ইসলাম, আভাস অর্থ ও প্রশাসন পরিচালক জনাব মোঃ আতিক হাসান, আভাস প্রজেক্ট অফিসার জনাব নাসরিন খানম এবং মোঃ আলি আহসান।
সভায় কোভিড-১৯ এ জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সিএসও গুলির সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ও গুরুত্ব পূর্ন অর্জন বিষয়ে আলোচনা করা হয়। সভায় আরো আলোচনা করা হয় প্রকল্প সমাপনী পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফম এবং ইয়ুথ ফোরাম সদস্য বৃন্দ কিভাবে স্থানীয় পর্যায়ের নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম চলমান রাখবে সে বিষয়ে আলোচনা করা হয়।