শামীম আহমেদ ॥
বুদ্ধিজীবী দিবস ও মহান দিবসের র্যালি সহ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সু-শৃঙ্খলভাবে সকলের উপস্থিতিতে সফল করার লক্ষে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে এক প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি।
আজ (১৩) ডিসেম্বর রাতে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রস্তুতি সভা দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যদের দিক নির্দেশনা বক্তব্য দেন সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ।
এসময় তিনি বলেন আমাদের সামনে অনেকভাবে বাধা আসবে সেগুলো আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা রাস্তায় দাড়ালে নাকি শহর জ্যামে পরিনত হওয়া সহ আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা সৃষ্টি হয়।
অন্যদিকে প্রশাসনের চোে খর সামনে তিনদিন ধরে শহরের প্রানকেন্দ্র সড়ক বন্ধ করে অনুষ্ঠান হয় সেগুলো প্রশাসনের নজরে আসে না। আমরা প্রশাসনের কাছে দৈত্ব নীতি আইন প্রত্যশা করিনা।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্পাদক এ্যাড,আবুল কালাম আজাদ, মাহাবুবুর রহমান পিন্টু,হাবিবুর রহমান টিপু, এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন,সাইফুল ইসলাম আজিম, মাকসুদুর রহমান মাকসুদ,এ্যাড,মাজহারুল ইসলাম জাহান,রেজাউল করিম রনি সহ নগরীর ত্রিশটি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ভা নুরুল আলম ফরিদ।
মহানগর বিএনপি প্রস্তুতি সভায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্বৃর্তিনামফলক স্তম্বে পূস্পার্ঘ অর্পন করা সহ মহান বিজয় দিবসে র্যালি সহকারে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্দ গ্রহন করেন।