ভোলায় চলমান উত্তেজনার মধ্যেই ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।