বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রাম থেকে আরিফ হোসেন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিক্রেতা আরিফ ঐ গ্রামের নাসির হাওলাদারের ছেলে। গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভীমেরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ বিক্রেতা আরিফকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ঐদিন রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।