বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্য ৭টায় নগরীর পুলিশ লাইন্স মাঠে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুরুতেই খেলায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয়। বিএমপি কমিশনারের নেতৃত্বে বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও সকল অফিসার ফোর্স অত্যন্ত উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। খেলা শেষে পুলিশ কমিশনার বিএমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান
করে বলেন, খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিঃ পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম। খেলাটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস্ এন্ড প্রসিকিউশন), মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান প্রমুখ।