বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ফুলে ফুলে সিক্ত হলেন শিতের রাতে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খাঁন ফারুক

ফুলে ফুলে সিক্ত হলেন শিতের রাতে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খাঁন ফারুক

শামীম আহমেদ ॥

ফুলে ফুলে সিক্ত হলেন বরিশাল মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারক।

শনিবার রাতে প্রচন্ড শৈত্য প্রবাহের ভিতর নগরীর ২৫ নং ওয়ার্ডের নুরুজ্জামান দোলনের নেতৃত্বে কয়েকশত বিএনপি নেতা কর্মীরা সহ স্বেচ্ছাসেবকদল,যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ আমানতগঞ্জ ফারুকের বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম মৃধা, সাবেক সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর আহবায়ক কমিটি সদস্য সেলিনা বেগম, নওসের আহমেদ নান্টু,আবুল হাসান, ছাত্র নেতা ওমর,জাহিদ প্রমুখ।

উপস্থিত নেতা কর্মীদের আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, ফুলের শুভেচ্ছা নয় রাজপথে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারি সরকারকে নিরপক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে বাধ্য করব।

আমাদের নেতা তারেক রহমান শিঘ্রই একদফার আন্দোলনের ডাক দিবে আমরা তার ডাকে সারা দিয়ে রাজনৈতিকভাবে অবৈধ সরকারের সাথে মোকাবেলা করব। বরিশাল মহানগর বিএনপিতে কোন প্রকার মতভেদাভেদ নেই।

পরে দোলনের নেতৃত্বে নেতা কর্মীরা নগরীর ক্ষিরোধ মূখার্জী লেনস্থ সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সকলেই এক হয়ে মহানগর বিএনপির জন্য কাজ করার অঙ্গিকারের কথা বলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech