লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কিটনাশকের দোকানসহ ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আগুনের লেলিহান শিখা দেখে স্ট্রোক করে মোসলেহ উদ্দিন মীরু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
অন্যদিকে, বিকালে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ সামগ্রী ও কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভির আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।