বরিশাল ব্যুরো:
শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে সিগারেট বিক্রি বন্ধ চায় বরিশালের তরুনরা। বর্তমান সমাজ ব্যবস্থাকে ঘিরে ধরেছে মাদক। আর এই শিকার যুব সমাজ। তামাক বা সিগারেটই মাদক প্রহনের ১ম স্তর। প্রথমে বন্ধুদের সাথে একটা দুইটি সিগারেট। পরে তাদেরই পাল্লায় পরে মাদকের অন্য অন্য শাখায় প্রবেশ। বরিশালের সর্বত্ব মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল কলেজের সামনেও চলছে এর ক্রয় বিক্রয়। নেই কোন আইনের বালাই। এই অবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল ও কলেজের সামনে যেন সিগারেট বিক্রি না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি দিয়েছে তরুনদের সংগঠন ‘দি অডেশাস্’।
সোমবার অমৃত লাল দে মহা বিদ্যালয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার’র কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাক নিয়ন্ত্রন আইন এর ৬ এর ক ধারায় বলা আছে, অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে) কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না, অথবা ওই ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত করবেন না বা করাবেন না। এ বিধান লংঘন করলে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হবে এবং ওই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবে। দি অডেশাস্ এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ এর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র পাল, সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, বরিশাল আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি লস্কর নুরুল হক, অমৃত ফুড এর ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষীশ চক্রবর্তী, ‘দি অডেশাস্’ এর সাংগঠনিক সম্পাদক হৃদয় শিংহানীয়া, সহ অর্থ সম্পাদক অয়ন রায় প্রমুখ।