লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শীতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে।
রোববার সকালে সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের দেবির চর সেতুর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এরআগে লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শ্রেণি কার্যক্রম ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমে সড়ক ও জনপথ বিভাগ ভোলার নিবার্হী প্রকৌশলী নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।