জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’র মাতা, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দাদী মরহুমা আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ ২৪ মার্চ ২০২২। এ উপলক্ষে বরিশাল ক্লাব প্রাঙ্গণে বাদ যোহর পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরিশাল বিভাগের সকল সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং বরিশাল বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, বরিশাল জেলার সকল উপজেলার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দ ও গুনাগ্রাহীকে দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বরিশালের সেরালস্থ নিজ বাসভবনসহ আগৈলঝাড়া, গৌরনদী উপজেলা এবং ঢাকা, পটুয়াখালী, ঝালকাঠীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।