২৪ মার্চ ২০২২ ইং রাত১০.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের পূর্ব পাশে পাকা রাস্তায় ও সোনালী আইস্ক্রিমের মোড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে
আবুল কালাম আজাদ(৩৯), পিতাঃ আঃ রাজ্জাক হাং,সাং-উত্তরতেতীভূমি, আনন্দপুর থানা-ব্রাম্মনপাড়া, জেলা- কুমিল্লা কে ০২ কেজি গাজাঁসহ এবং অপর একটি অভিযানে রাত ১২ টার দিকে সোনালী আইস্ক্রিমের মোড় হইতে মোঃ মিজানুর(২২), পিতাঃ মৃত ফরিদ মিয়া, ,সাং-উত্তরতেতীভূমি, আনন্দপুর থানা-ব্রাম্মনপাড়া, জেলা- কুমিল্লা এবং দেলোয়ার আকন হাওলাদার(৪০), পিতাঃ আঃ মালেক আকন, উভয় সাং- সোনালী আইস্ক্রিমের মোড়, টিপু কাউন্সিলর এর বাসার সামনে ,০৬ নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা- বরিশালদ্বয়কে ০৪ কেজি গাজাঁসহ আটক করেন।
এ সংক্রান্তে ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
অভিযানে অংশ নেন কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রি, এস আই/মেহেদী হাসান-২, এ এস আই/ আউয়াল, মিজানুর-১, হালিম, শহীদুল ইসলাম, শরিফুল ও ইব্রাহীম।